গোপালগঞ্জ রিপোর্ট:
গোপালগঞ্জ এ বাড়ি হওয়ায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড কারখানার চাকরিচ্যুত হতে হচ্ছে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাবৃন্দ।
সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন জানান, গোপালগঞ্জসহ সারা দেশে কারখানা থেকে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাকে হঠাৎ কোন কারণ ছাড়াই বিনা নোটীশে অবৈধ প্রক্রিয়ায় বেআইনী ভাবে একযোগে চাকরিচ্যুত করা হয়, যাহা বর্তমান এমআইনের পরিপন্থি।
কিন্তু পরিতাপের বিষয় শুধু গোপালগঞ্জে বাড়ি হওয়ার কারনে বৈষম্যের স্বীকার হয়ে রোষানলে পড়ে গোপালগঞ্জসহ সারা দেশের কারখানা-থেকেই কর্মকর্তা, কর্মচারী শ্রমিক-কে কোন কারণ ছাড়াই বিনা নোটীশে-অবৈধ প্রক্রিয়ায় বেআইনী ভাবে একযোগে টারমিনেশন করা হলো” এমন এক লাইনের একটি চিঠি হাতে ধরিয়ে দিয়ে আমাদের স্বাভাবিক জীবণ যাত্রাকে থামিয়ে দেয়া হয়।
এদিকে দেশের একমাত্র সরকার মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে (ইডিসিএল) ঢেলে সাজাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। তিনি বলেন, ‘ইডিসিএল নিয়ে নানা অনিয়মের কথা পত্রিকায় এসেছে। এই যে এতগুলো ছেলে জীবন দিল, আত্মত্যাগ করল, তাদের কথা স্মরণ করে আসুন আমরা এই প্রতিষ্ঠানকে পরিবর্তন করি, যাতে এই প্রতিষ্ঠান নিয়ে ভবিষ্যতে আর কোনো কথা না ওঠে। কাজেই এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে।
Leave a Reply