রাজিয়া সুলতানাঃ
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালী, কেক কাটা, আলোচনা সভা সহ আরো ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (১২ মে) সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাবৃন্দের উদ্যোগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়। র্যালিটি হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মেডিকেল কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে গোপালগঞ্জ নার্সিং সুপার ভাইজার ইনচার্জ রেহানা পারভীন এর সভাপতিত্বে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে ২য় তলায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-পরিচালক ডাঃ নিয়াজ মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নার্সিং কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। এসময় মেডিকেল কলেজ হাসপাতালের নার্সগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
বক্তারা বলেন, ‘আমাদের নার্সরা আমাদের ভবিষ্যৎ। নার্সদের যত্ন আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে।’ যাদের সেবা ছাড়া একজন রোগীর সুস্থ হয়ে ওঠা কঠিন, তিনি হলেন নার্স, সেবিকা। তাদের সম্মান জানিয়েই পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস। চিকিৎসকদের পাশাপাশি রোগীকে সুস্থ করার জন্য নিরলস পরিশ্রম করেন নার্সরা। সঠিক সময়ে ওষুধ খাওয়ানো থেকে ইনজেকশন দেওয়া, রোগীর স্বাস্থ্যের দিকে নজর রাখা ইত্যাদি ছাড়াও আরও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নার্স। অস্ত্রোপচারর সময় চিকিৎসককে সহায়তা করার কাজও তারা করে থাকেন। নার্সদের এই গুরুত্ব সকলের সামনে তুলে ধরতেই পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস।
Leave a Reply