গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বিএসটিআই গোপালগঞ্জের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের (স্বচ্ছতা) সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: সারোয়ার হোসেন, বিএসটিআই গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক ও অফিস প্রধান গোবিন্দ কুমার ঘোষ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় এর কর্মকর্তা-কর্মচারিগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় ‘Measurements for all times, for all people’ অর্থাৎ “সর্বকালেই পরিমাপ সকলের জন্য” শীর্ষক প্রতিপাদ্যের বিষয়ের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরে টেকসই বাংলাদেশ বিনির্মাণে বক্তব্য রাখেন বিএসটিআই উপ পরিচালক ও অফিস প্রধান গোবিন্দ কুমার ঘোষ।
Leave a Reply