রাজিয়া সুলতানা:
গোপালগঞ্জে ভূমি মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের (স্বচ্ছতা) সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভূমিসেবা সহজীকিকরণ ও তার প্রচার-প্রসারের লক্ষে ২৫ মে রোববার গোপালগঞ্জের পাঁচ উপজেলায় সকাল ১০টা থেকে একযোগে শুরু হবে ‘ভূমি মেলা। চলবে আগামী ২৭ মে মঙ্গলবার পর্যন্ত।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস,এম, তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ভূমি সেবা খাতে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মধ্যে পরিচিত করতে এবারের ভূমি মেলায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি আরোও বলেন, ভূমি অফিসকে দালালমুক্ত করা হবে। সকলকে সচেতনতা করতে দালালদের নাম ও ছবি প্রকাশ করা হবে।
Leave a Reply