গোপালগঞ্জ প্রতিনিধি:
বিজ এর উদ্দ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় কৈশোর কর্মসূচি ‘তারুন্যের বিনিয়োগ, টেকসই উন্নয়ন’ কে সামনে রেখে কৈশোর উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে গোপালগঞ্জ ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, বিশেষ অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাকসানা লাকী, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, উপজেলা সমবায় অফিসার মোঃ এনামুল হক তালুকদার, গোপালগঞ্জ জোন এর জোনাল ম্যানেজার মো: তোফাজ্জেল হোসেন, বিজ এর সহকারী পরিচালক মিজানুর রহমান, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা জামান ,উপজেলা প্রোগ্রাম অফিসার মো: মামুনুর রশিদ,শাখা ব্যবস্থাপক মো:শফিকুল ইসলাম, স্থানীয় স্কুল শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
কৈশোর উন্নয়ন মেলায় গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর, দুর্গাপুর, বোড়াশী, কাঠি, উরফি, নিজড়া, হরিদাশপুর, উলপুর পাইককান্দি ইউনিয়নের ১০ টি স্টল বসেছে। এর মধ্যে রয়েছে, উদ্ভাবনী কর্ণার, কৈশোর পাঠাগার কর্ণার, স্বাস্থ্য সেবা কর্ণার, জলবায়ু ও পরিবেশ রক্ষা কর্ণার,দেওয়ার পত্রিকা কর্ণার, সহযোগিতা ও সহমর্মীতা, কৈশোর কালীন যত্ন, বসত ভিটায় সবজি চাষ, সবুজ শ্যামল বংলা, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক।
পরে কিশোর কিশোরীদের ১০০ মিটার ও ম্যারাথন দৌড় এর আয়োজন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
Leave a Reply