রাজিয়া সুলতানাঃ
গোপালগঞ্জের সাংবাদিক শেখ মোস্তফা জামানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এই সম্মাননা স্মারকটি তাকে সাংবাদিকতা এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়েছে। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বৃহস্পতিবার গোপালগঞ্জ ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে কৈশোর উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট জনদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
শেখ মোস্তফা জামান দীর্ঘদিন ধরে সৎ ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তার এই সম্মাননাপ্রাপ্তি গোপালগঞ্জ জেলার সাংবাদিক এবং স্থানীয় জনগণের জন্য একটি গর্বের বিষয়।
বিশেষভাবে উল্লেখ্য যে, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এর আগেও বিভিন্ন সময়ে সাংবাদিক শেখ মোস্তফা জামান সম্মানিত হয়েছেন। ২০০৭ সালে এজিএস এর মাধ্যমে ভারত থেকে সাংবাদিকতার উপর বিশেষ সম্মাননা পদক পেয়েছেন। নব্বই দশকের মাঝামাঝি গোপালগঞ্জ থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিক পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু করেন তিনি। বর্তমানে তিনি জেলার বহুল প্রচারিত ‘দৈনিক বর্তমান গোপালগঞ্জ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বৈশাখী টিভিতে ২১ বছর কর্মরত রয়েছেন। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ইসলামের ইতিহাসে মাস্টার্স করেছেন।
২০০০ সালের পর থেকে অদ্যবধি তিনি বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখালেখি ও সাংবাদিকতা করে আসছেন।
Leave a Reply