গোপালগঞ্জ রিপোর্টঃ
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গোপালগঞ্জে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে বিজ সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় একশত অস্বচ্ছল পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জোনাল ম্যানেজার মোঃ তোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শারমিন আক্তার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: সারোয়ার হোসেন, শিক্ষা সুপার ভাইজার মোঃ আব্দুল হান্নান।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা দায়িত্ব পালন করেন উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ মামুনুর রশিদ।
Leave a Reply