গোপালগঞ্জ রিপোর্ট:
গোপালগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
আজ রবিবার (০৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শহরের সড়ক ভবনের সামনে তার নীজ কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে এ মত-বিনিময় সভা করেন।
গোপালগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করে সাধারন পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তাজ।
এ সময় তিনি বলেন, ‘আমার প্রিয় ধানের শীষ প্রতীক পেলে সবাই ঐক্যবদ্ধ থেকে বিজয় ছিনিয়ে নিয়ে উন্নয়ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াব।’
তিনি আরও বলেন, তারুন্যের প্রতি অগ্রাধিকার দিয়ে বেকারত্ব দুর করা হবে। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে।
Leave a Reply