গোপালগঞ্জ প্রতিনিধি:
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়ন উপলক্ষে গোপালগঞ্জে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ও ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় জেলার সংবাদকর্মীদের অংশগ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জিয়া, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, স্থানীয় সরকার শাখার উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, জেলা শিক্ষা অফিসার মো: রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: জ্যোৎস্না খাতুন। এছাড়া অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও উপস্থাপনা করেন, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান।
বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবাণুবাহিত রোগ। এটি পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ছড়ায়। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এবছর গোপালগঞ্জ জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩ লাখ ৪৩ হাজার ৭৩ শিশু ও কিশোর- কিশোরীদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে।
Leave a Reply