শেখ ফরিদ আহমেদ:
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ — এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হলো তারুণ্যের উৎসব ২০২৫ ফুটবল প্রতিযোগিতা।
শনিবার বিকেলে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ফুটবল স্টেডিয়ামে নানা আয়োজনের মধ্য দিয়ে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহাম্মদ কামরুজ্জামান।
উদ্বোধনী মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার, বিশ্বজিৎ পাল উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার গোপালগঞ্জ, প্রবাসী উদ্যোক্তা শেখ কোরবান আলী চেয়ারম্যান মালিশাএডু এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুইজন চীনা ধারাভাষ্যকার, যারা চীনা ভাষায় সরাসরি ধারাবিবরণী প্রদান করেন— যা দর্শকদের জন্য ছিল এক অভিনব অভিজ্ঞতা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গোপালগঞ্জ সদর উপজেলা ফুটবল দল ও মুকসুদপুর উপজেলা ফুটবল দল। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রবল প্রতিদ্বন্দ্বিতা ও দক্ষতার চমৎকার প্রদর্শনী। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বলের দৌড়, দর্শকদের উত্তেজনায় গ্যালারিতে সৃষ্টি হয় টানটান পরিবেশ।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে গোপালগঞ্জ সদর উপজেলা দল ২–১ গোলে মুকসুদপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে নেয়। অন্যদিকে রানার্সআপ ট্রফি অর্জন করে মুকসুদপুর উপজেলা ফুটবল দল।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন—
“তারুণ্যের এ উৎসব শুধু খেলাধুলা নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্ব শেখার এক সুন্দর সুযোগ। গোপালগঞ্জের তরুণরা একদিন জাতিকে আলোকিত করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত দর্শক, ক্রীড়াপ্রেমী, ছাত্র-যুবক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ— বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন ও বেলুনে সাজানো ছিল পুরো স্টেডিয়াম এলাকা। বৈকালিক জেলা প্রশাসনের জমজমাট আয়োজন গোপালগঞ্জের ক্রীড়াপ্রেমীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় দিন।
Leave a Reply