রাজিয়া সুলতানা:
“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে- মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৬ তম“বিশ্ব মান দিবস-২০২৫”।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং বিএসটিআই গোপালগঞ্জের উপপরিচালক মাসুদ আল মামুন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন, শরিয়তপুর বেকারি মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন।
এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা, ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও ভোক্তা নিরাপত্তা নিশ্চিত করতে মান নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, সঠিক ওজন এবং পণ্যে ক্ষতিকর রাসায়নিক মিশ্রণ রোধে প্রশাসন কঠোর তদারকি করবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “দুষ্টের দমন ও সৃষ্টের পালন” নীতি অনুসরণ করে সমাজে মানসচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সঠিক মান রক্ষায় উৎসাহিত করার পাশাপাশি পুরস্কার প্রদানের পরামর্শ দেন।
Leave a Reply