গোপালগঞ্জ:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গোপালগঞ্জ থেকে সহস্রাধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ সকালে জেলার বিভিন্ন স্থান থেকে বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহনের এক বিশাল বহর ঢাকার পথে যাত্রা শুরু করে নেতৃত্বে ডা. কে এম বাবর । এই শোকযাত্রার একটি বড় অংশের নেতৃত্ব দিচ্ছেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনীত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর। তাঁর নেতৃত্বে সকাল থেকেই গোপালগঞ্জ শহর ও সংলগ্ন এলাকা থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
যাত্রা শুরুর প্রাক্কালে ডা. কে এম বাবর বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন প্রতীক। তাঁর বিদায়ে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে গোপালগঞ্জের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আজ স্বতঃস্ফূর্তভাবে শোকার্ত চিত্তে ঢাকার জানাজায় যোগ দিতে যাচ্ছেন।”
সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের বহনকারী যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। জেলা বিএনপির অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও পৃথক পৃথক বহরে এই শোকযাত্রায় শামিল হয়েছেন। তারা প্রিয় নেত্রীর শেষ বিদায়ে উপস্থিত হতে বদ্ধপরিকর।
Leave a Reply