রাজিয়া সুলতানাঃ
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার (০৭ এপ্রিল) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা জড়ো হয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবন্ধন ও বিক্ষোভ করতে থাকেন।
বিক্ষোভকারীরা জানায়, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ শুরু করা উচিত। তাছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকিয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই। মহান আল্লাহ’র সাহায্য অতি নিকটে তাই বিচলিত হওয়ার কিছু নেই।
Leave a Reply