লিপু শরীফ:
গোপালগঞ্জে ব্যাপক আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান-এর নির্দেশনায় এবং পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ-এর তত্ত্বাবধানে নিরাপত্তা নিশ্চিত করে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়, গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্থানে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮টায় স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পনের পর ক্রমাগত জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, এলজিইডি,সড়ক বিভাগ, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি সংস্থা সমূহ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা ষ্টেডিয়াম এ সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং প্যারেড কমান্ডার কর্তৃক সালাম গ্রহণ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
কুচকাওয়াজে জেলা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
বিকালে শহরের পৌর পার্কে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Leave a Reply