গোপালগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ ও গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে দশটা থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়।
গোপালগঞ্জ-০১ আসনে ১৩ প্রার্থীর মধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া, স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম, নাজমুল আলম ও কাইউম আলী খানের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
এছাড়া, গোপালগঞ্জ-০২ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—বিএনপির বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া, শিপন ভূইয়া, রনি মোল্লা, উৎপল বিশ্বাস, মশিউর রহমান।
ভোটারের এক শতাংশ ও ঋণ খেলাপীর কারণে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে অথবা কারও মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী সংক্ষুব্ধ হলে তাকে নির্ধারিত নিয়ম মেনে নির্বাচন কমিশনে আপিল করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়েছে যে, আপিল দায়েরের ক্ষেত্রে ইতিপূর্বে জারি করা পরিপত্র-২ এর ১৯ নম্বর দফার নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।
Leave a Reply