নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জ-২ আসনের (সদর) স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার বিকেলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।
এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। কামরুজ্জামান তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করেন এবং শুনানি শেষে প্রার্থীতা বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন বলে জানান স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া।
Leave a Reply