গোপালগঞ্জ :
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কনকনে শীতের কবলে পড়েছে গোপালগঞ্জ। কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় জেলাজুড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ, এতে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বেশি বিপদে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। রিকশাচালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক ও ভ্যানচালকরা জানান, প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে কাজে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। অনেকেই কাজের খোঁজে বের হতে পারছেন না, আবার যারা বের হচ্ছেন তাদের আয়ও কমে গেছে।
একজন দিনমজুর বলেন, “এভাবে কুয়াশা আর ঠান্ডা থাকলে কাজে যাওয়াই সম্ভব হয় না। কাজ না করলে সংসার চালানো কষ্ট হয়ে পড়ে।”
রিকশাচালকরা জানান, যাত্রী কম থাকায় দৈনিক আয় অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
ঘন কুয়াশার কারণে সড়কেও দেখা দিয়েছে ঝুঁকি। সকালবেলা দৃশ্যমানতা কম থাকায় যান চলাচল ধীরগতিতে চলছে, এতে যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়েছে।
এদিকে শীত থেকে রক্ষা পেতে নিম্নআয়ের মানুষ খোলা আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন। তবে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দরিদ্র মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
স্থানীয়রা দ্রুত শীতবস্ত্র বিতরণ ও শ্রমজীবী মানুষের জন্য সহায়তার দাবি জানিয়েছেন।
Leave a Reply