বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
 কাশিয়ানীতে জমির টাকার লোভে বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, গ্রেপ্তার দুই ছেলে গোপালগঞ্জ-২ আসন: স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা গোপালগঞ্জ প্রধান সড়কে মরণফাঁদ, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা গোপালগঞ্জে হিমেল বাতাসে কনকনে শীত গোপালগঞ্জ বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য গোপালগঞ্জের তাপমাত্রা ৭.০ডিগ্রি সেলসিয়াস, বয়ে যাচ্ছে সত্য প্রবাহ গোপালগঞ্জে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জন ভোগান্তি গোপালগঞ্জে ঘন কুয়াশা জনজীবন বিপর্যস্ত,দৃষ্টিসীমা ৫০ মিটার এ নেমে এসেছে গোপালগঞ্জের দুটি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল গোপালগঞ্জে ঘন কুয়াশা

সুজনের উদ্যোগে গোপালগঞ্জে সুন্দর নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে গোলটেবিল বৈঠক

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১.১০ এএম
  • ১৭১ Time View

 

গোপালগঞ্জ প্রতিনিধি:
সুজন–সুশাসনের জন্য নাগরিক, গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সুন্দর নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ কলেজ রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি রাবিন্দ্রনাথ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমন্বয়ক  রন্জু   বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন সুজনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সহসভাপতি মো. মাহবুব আলম ও শিপরা বিশ্বাস, বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সমাজসেবকরা।
এতে স্বাগতম বক্তব্য রাখেন ডা: সিদ্ধেশ্বর মজুমদার।

বৈঠকে জানানো হয়, আসন্ন নির্বাচন উপলক্ষে সুজনের সদস্য ফরমান আহমেদ রিংকু, সুব্রত ভট্টাচার্য, শহিদুল ইসলাম ও শেখ ইসমাইল হক রিংকু যশোর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তারা গোপালগঞ্জে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বক্তারা বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের প্রধান রক্ষাকবচ। গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ, নিরপেক্ষ পর্যবেক্ষণ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা সম্ভব। বৈঠকে এ লক্ষ্যে করণীয় ও নাগরিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025