গোপালগঞ্জ প্রতিনিধি:
সুজন–সুশাসনের জন্য নাগরিক, গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সুন্দর নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ কলেজ রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি রাবিন্দ্রনাথ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমন্বয়ক রন্জু বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন সুজনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সহসভাপতি মো. মাহবুব আলম ও শিপরা বিশ্বাস, বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সমাজসেবকরা।
এতে স্বাগতম বক্তব্য রাখেন ডা: সিদ্ধেশ্বর মজুমদার।
বৈঠকে জানানো হয়, আসন্ন নির্বাচন উপলক্ষে সুজনের সদস্য ফরমান আহমেদ রিংকু, সুব্রত ভট্টাচার্য, শহিদুল ইসলাম ও শেখ ইসমাইল হক রিংকু যশোর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তারা গোপালগঞ্জে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বক্তারা বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের প্রধান রক্ষাকবচ। গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ, নিরপেক্ষ পর্যবেক্ষণ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা সম্ভব। বৈঠকে এ লক্ষ্যে করণীয় ও নাগরিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply