নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জ শহরের প্রধান সড়ক এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের মাঝখানে বড় বড় গর্ত পড়ে থাকায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে এবং স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের পাশের অংশে উন্নয়নের নামে সড়ক ভেঙে রেখে কাজ বন্ধ থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এ অবস্থায় যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পথচারীরাও নিরাপদে হাঁটতে পারছেন না। রাতে আলো স্বল্পতার কারণে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, বহুবার অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
দ্রুত সড়ক সংস্কার ও নিরাপদ চলাচলের ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
Leave a Reply