গোপালগঞ্জ রিপোর্ট:
চলতি মৌসুমে সৌদি আরবে হজপালনের নিয়ম কানুন সর্ম্পকে অবহিত করতে শুরু হয়েছে হজ প্রশিক্ষণ কর্মশালা। গোপালগঞ্জ জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত ২০২৫ সালের হজযাত্রীদের জন্য দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস উ দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:গোলাম কবির। অন্যান্যদের মধ্যে ছিলেন, চপল মাহমুদ, মাওলানা মাছুম বিল্লাহ। পবিত্র হজের প্রতিটি ধাপ সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করা হয়।
Leave a Reply