রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ গোপালগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডাঃ কে এম বাবর গোপালগঞ্জ পৌরসভায় অসংখ্য অবৈধ পানির লাইন থাকার অভিযোগ রয়েছে সাংবাদিকতার স্বকৃত সোপান শেখ মোস্তফা জামান গোপালগঞ্জ মেডিকেল কলেজকে ঘিরে গড়ে উঠেছে অর্ধশত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গোপালগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০। গোপালগঞ্জে ভোক্তা অধিকারের সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ গোপালগঞ্জে সাংবাদিক শেখ মোস্তফা জামানকে সম্মাননা স্মারক প্রদান বিজ এর উদ্যোগে গোপালগঞ্জে কৈশোর উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংবাদিকতার স্বকৃত সোপান শেখ মোস্তফা জামান

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৬.৫০ এএম
  • ১৮৪ Time View

গোপালগঞ্জের সাংবাদিকতার জগতের উজ্জল নক্ষত্রের নাম শেখ মোস্তফা জামান। তিনি সৃষ্টিশীল, বস্তনিষ্ঠ ও পরীশ্রমী একজন সফল সাংবাদিক। সাংবাদিকতার খুঁটি-নাটি, নাড়ি-নক্ষত্র তিনি তুলে আনেন তার কলমের ডগায়। মেধায় মননে তিনি একজন সাংবাদিক পথিকৃত। নির্ভিকতা তার বৈশিষ্ঠ্য। সত্যকে প্রকাশ করেন তিনি অসংকোচে। তাকে গোপালগঞ্জের সাংবাদিকতার আইকন বলা চলে। সাংবাদিকতার ক্ষেত্রে তার পথচলা দীর্ঘ। প্রায় ৩০ বছর যাবৎ সাংবাদিকতা করে চলেছেন তিনি অব্যাহত ভাবে। ১৯৭৫ সালের ৭ আগস্ট তিনি গোপালগঞ্জ শহরের নবীনবাগে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম- শেখ ছলিমুদ্দিন, মাতা- কোমেলা বেগম। ১৯৯৫ সালে ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি, সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে এইচ,এস,সি, এবং বি,এ ও এম,এ পাশ করেন। ১৯৯৫ সালে এস,এস,সি পাশের পর থেকেই তিনি সাংবাদিক জীবন শুরু করেন। প্রয়াত শেখ মোঃ ইলিয়াসের প্রতিষ্ঠিত ও সম্পাদিত “যুগকথা” পত্রিকায় তার সাংবাদিকতার হাতে খড়ি। তিনি স্টার্ফ রিপোর্টার হিসেবে কাজ করেন এ পত্রিকায়। পত্রিকাটির তৎকালিন নির্বাহী সম্পাদক ছিলেন প্রবীন সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী।

২০১০ সালে তিনি প্রতিষ্ঠা করেন “দৈনিক বর্তমান গোপালগঞ্জ” নামে একটি সংবাদপত্র। তিনি পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক। নিয়মিতভাবে এ পত্রিকাটি প্রকাশ করে যাচ্ছেন তিনি। পত্রিকার বার্তা সম্পাদক রাজিয়া সুলতানা এবং নির্বাহী সম্পাদক ফারহানা জামান রিয়া। এটি একটি স্থানীয় বহুল প্রচারিত জনপ্রিয় পত্রিকা। পত্রিকাটি এখন জনপ্রিয়তার শীর্ষে।

গোপালগঞ্জের সব খবর তিনি তুলে আনেন তার পত্রিকায়। গোপালগঞ্জের খবর সবার আগে পেতে হলে দৈনিক বর্তমান গোপালগঞ্জ পড়তে হয় পাঠককে। তিনি দক্ষ হাতে নিপুনভাবে প্রতিদিন পত্রিকাটি বস্তনিষ্ঠ খবর প্রকাশ করে থাকেন দাপিয়ে। সাংবাদিক শেখ মোস্তফা জামানের এ পত্রিকাটি প্রচারেও শীর্ষে। পত্রিকাটিতে প্রবন্ধ-নিবন্ধ ছাড়াও কবিতা প্রকাশ করে কবিদের উৎসাহিত করে থাকেন। পত্রিকাটির জাতীয় দিবসে বিশেষ সংখ্যা বের হয়। ট্যাবলেট সাইজের এ পত্রিকাটি বিশেষ বিশেষ দিনে ক্রোড়পত্র সহ পেপার সাইজের আকারে রঙিন ভাবে ছাপা হয়।

শেখ মোস্তফা জামান তার সাংবাদিক জীবনের পথ পরিক্রমায় দৈনিক জন্মভূমি, ভোরের ডাক, খোলা কাগজ, বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ সময়, বাংলাদেশ বুলেটিন, ঢাকা টাইমস সহ বিভিন্ন জাতীয় দৈনিকে গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন দক্ষতা ও নিষ্ঠার সাথে। তিনি শুধুমাত্র প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নন। ইলেকট্রনিক মিডিয়ার একজন পারদর্শী সাংবাদিক।

২০০৫ সাল থেকে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনে কাজ করছেন তিনি গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে। এক নাগাড়ে বিশ বছর ধরে তিনি এই চ্যানেলে কাজ করে চলেছেন একাগ্র চিত্তে । সমাজের অসংগতি আর উন্নয়ন-অগ্রগতির পজেটিভ- নেগেটিভ উভয় ধরনের খবর পরিবেশন করে তিনি দক্ষতা ও নির্ভিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন। প্রশাসন ও আম জনতার কাছে তিনি একজন গ্রহনযোগ্য সাংবাদিক, সততার আদর্শ।
এছাড়া তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতার উপর ট্রেনিং নিয়েছেন। জেলা পর্যায়ে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য তাকে ক্রেস্ট, সম্মাননা স্বারক সহ বিভিন্ন পদকে ভূষিত করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের কতৃক প্রদত্ত গোপালগঞ্জ জেলার একমাত্র স্থায়ী প্রেস এ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিক তিনি।

তিনি ৩ কন্যার জনক এবং সফল পিতা। নবীনবাগে তার স্থায়ী বসবাস। এটিই তার জন্ম ঠিকানা। দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকাটির বর্তমান কার্যালয়:- বঙ্গবন্ধু সড়ক, লঞ্চঘাট, স্ট্যান্ডার্ড ব্যাংক এর নিচ তলায়। এটি অল্প সময়ের মধ্যে নবীনবাগে নিজস্ব ভবনে স্থানান্তরিত হতে যাচ্ছে। আমি পত্রিকাটির সাফল্য কামনা করি আন্তরিকভাবে। একই সাথে পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা জামানের সুস্থতা, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

লেখক: রবীন্দ্র নাথ অধিকারী,

কবি, সাংবাদিক, প্রাবন্ধিক,ইতিহাস, গবেষক ও কলামিস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025