গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় হেলিপ্যাডের পাশে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের উন্নয়ন কাজের তদারকি করেন ও ঘুরে দেখেন।
ভালো মানুষ গড়ার প্রত্যয় নিয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের ক্লাস শুরু হয়েছে। এই কলেজের একটি নতুন ক্যাম্পাস স্থাপন করা হচ্ছে এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে। একই সাথে একটি আধুনিক শহিদ মিনার নির্মান করা হয়েছে। এছাড়াও, প্রতিষ্ঠানটি আধুনিক ও মানসম্মত শিক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন।
Leave a Reply