গোপালগঞ্জ :
গোপালগঞ্জজেলা প্রেস মালিক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় স্টান্ডার্ড ব্যাংক এর নিচ তলা দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকা অফিসে এই সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রেস মালিক সমিতির সভাপতি একিনুর রহমান (কথাকলি প্রেস), শেখ মোস্তফা জামান (জামান প্রিন্টিং প্রেস), জাকির খান (খান প্রেস), পরিমল বিশ্বাস (ভাই ভাই প্রেস), শাহজাহান (নূর জাহান প্রেস,) পারভেজ (প্রিয়াংকা প্রেস) সহ আরো আনেকে।
আলোচনায় বক্তারা বলেন, তানজিলা প্রেস, ত্বকী প্রেস, বিশ্বাস প্রেস, ভূইয়া প্রেস, প্রিন্টিং সলিউশন, ডিজাইন ঘর সহ আরো অনেক প্রেস আছে যেগুলোর অধীকাংশেরই জেলা প্রশাসনের অনুমোদন নেই। যেখানে সরকার বিরোধী বিভিন্ন লিফলেট ও পোষ্টার ছাপানো হয়। আমরা চাই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
Leave a Reply