গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলার প্রধান আসামী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম চিকিৎসার জন্য ভারতের চেন্নাই যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে পুলিশ তাকে গ্রেফতার করেছেন।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১১ টার দিকে স্বস্ত্রীক ভারতে যাবার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে ।
এছাড়াও জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতেও দায়ের হওয়া হত্যা মামলার আসামি তিনি।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস মোল্লা বলেন, মেডিকেল ভিসায় ভারতে যাবার উদ্দেশ্যে সকালে শাহাবুদ্দিন আজম বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। কিন্তু তার পাসপোর্টটি লক থাকায় খোঁজ নিয়ে জানা যায় তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি। ফলে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও গোপালগঞ্জ থানায় একাধিক মামলা থাকায় সেখানেও খবর দেয়া হয়েছে।
Leave a Reply